হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা কালেক্টরেট ভবনের প্রাঙ্গণের নিমতলায় এ মেলার উদ্বোধন করা হয়। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, নাসিব ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ মেলা ২ মার্চ পর্যন্ত চলবে।
হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ আতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূইয়া, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাাহিদ পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য এমপি আবু জাহির বলেন, দেশের জনগণের উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। যার কারণে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের এসব কর্মকান্ডে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়াও ৭দিন ব্যাপী এসএমই পণ্য মেলাকে সফল করতে আরো ব্যাপকভাবে প্রচারণা চালানোর জন্য জেলা প্রশাসনের প্রতি নির্দেশনা দেন তিনি।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক অকিল রঞ্জন তরফদার বলেন, মেলায় হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০টি স্টল অংশ নিয়েছে। এগুলোতে নকশি কাথা, হ্যান্ডি ক্রাফট, লেদার, ফ্যাশন ডিজাইনিং, খাদ্যদ্রব্য, বুটিকসহ অসংখ্য দেশীয় উৎপাদিত পণ্য রয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের তৈরী বিভিন্ন পোশাক এতে জনপ্রিয়তা অর্জন করবে বলে মনে করেন তিনি।
এর আগে সকাল ১০টায় স্থানীয় নিমতলা থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। পরে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।