ইসলামের কলেমা খচিত পতাকার ধারাবাহিকতা যুগ যুগ ধরে এই ভারত উপমহাদেশে আউলিয়ায়ে কেরামরাই মানবিক ও আধ্যাত্মিক খেদমতের মাধ্যমে ইসলামের সঠিক বাণী মানুষের কাছে তুলে ধরেছেন। তাঁরা যুগের প্রয়োজনে ইসলামের স্বার্থে যে খেদমত আঞ্জাম দেয়ার প্রয়োজন মনে করেছেন তার সর্বশক্তি নিয়োগ করে বাস্তবায়ন করেছেন।
২৪ ফেব্র“য়ারি শনিবার দুপুর ২টা থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিতব্য রেজিস্ট্রারী মাঠে শাহজালাল ইসলামিক কালচারাল ফোরাম সিলেট কর্তৃক আয়োজিত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.) এর ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী উপরোক্ত কথাগুলো বলেন।
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং মাওলানা আজির উদ্দিন পাশা ও হাফিজ জিয়াউল ইসলাম মুহিতের যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কারী মারুফ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী আরো বলেন, হযতুল আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহ. আজীবন ইসলামের খেদমতের পাশাপাশি মানুষের খেদমত করেছেন। সমাজের প্রতি দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে-বিদেশে অসংখ্য মসজিদ, মাদরাসা, খানকা প্রতিষ্ঠার পাশাপাশি নিজ বাড়িতে এতিমখানা প্রতিষ্ঠা করেছেন, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন, লঙ্গরখানা স্থাপন করেছেন। হত দরিদ্র মানুষকে সাহায্য-সহযোগিতায় তিনি যে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজকের যুগে খুবই বিরল। তাই আমরা যারা ছাহেব কিবলার মুরিদীন, মুহিব্বিন হিসেবে আছি, আমরাও তাঁর এই আদর্শকে ধরে রাখতে হবে। ইসলামের খেদমতের পাশাপাশি মানুষেরও খেদমত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের নির্বাহি সম্পাদক হযরত আল্লামা রুহুল আমিন খান, বিশিষ্ট কবি ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ খান, হযরত শাহজালাল দারুস সুন্নাহ কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী, জালালপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনিঈম মনজালালী, আল-ইসলাহ ইসলামিক সেন্টার আমেরিকার খতিব মাওলানা আ.ন.ম কুতুবুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ময়নুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ আহমদ, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, সদস্য আলমগীর হোসেন ও অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাবেক সভাপতি মোঃ ফখরুল ইসলাম, মহানগর আল ইসলাহর সভাপতি আলহাজ¦ শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলহাজ¦ আব্দুস সবুর, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, সাবেক তালামীয নেতা নোমান আহমদ, মহানগর তালামিযের সভাপতি মোঃ এনামুল হক, সহ সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শামসুল হুদা, বিশিষ্ট সমাজসেবক হাফিজ আব্দুল খালিক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাওলানা ইমাদ উদ্দিন, প্রিন্সিপাল মাওলানা ইমরান উদ্দিন আহমদ, সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, মাওলানা কামরুল ইসলাম, কাজী বুরহান উদ্দিন, মাওলানা আব্দুল মুমিন প্রমুখ। বিজ্ঞপ্তি