শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ——-অধ্যাপক ফজলুর রহমান

34

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে গতকাল শনিবার মাধ্যমিক শাখার শিক্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাই ইসলামী শিক্ষার কোন বিপল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুশ শাকুর, গভর্নিং বডির সদস্য এডভোকেট আলিম উদ্দিন, সাবেক স্কুল ইনচার্জ আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, স্কুল ইনচার্জ (মহিলা শাখা) জাকিয়া নূরী চৌধুরী, সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, সিনিয়র শিক্ষক আবদুর রব। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: আব্দুল হাফিজ খান, গিয়াস উদ্দিন, আবদুস সবুর, মনোয়ার হোসেন, তাহমিনা পারভিন, মো: নজরুল ইসলাম তালুকদার প্রমুখ। পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মাওলানা আবদুর রশিদ। বিজ্ঞপ্তি