আমি তোমার কে

35

দেলোয়ার হোসেন

তুমি আমার কে
ভালোবাসার ছোট্ট পাখি হৃদ্ পিঞ্জরে
তুমি আমার কে
বোঁটাখসা ফুুলের পাপড়ি; হাতের মুঠোতে
তুমি আমার কে
মাটির ব্যাংকে জমাই কয়েন; তোমায় দেবো যে
তুমি আমার কে
মন বিহঙ্গের বালাখানা; গৃহহারা যে
তুমি আমার কে
বাসের জানলায় অলাজ চক্ষু; রিক্সার হুডেতে
তুমি আমার কে
ভবঘুরের দীর্ঘপথ; শেষ হয় না যে
তুমি আমার কে
বিকেল পার্কে ঘাসের গন্ধ দেহ সৌরভে
তুমি আমার কে
শেষ বিকেলের চায়ের চুমুক; নেশা লাগে যে
তুমি আমার কে
দমকা হাওয়ায় সাঁঝের বাতি; নিভে যাও না যে
তুমি আমার কে
আকাশ ভরা দূর ফাল্গুনী; ছোঁয়া যায় না যে
তুমি আমার কে
ডুব সাঁতারের আভা ভাস্কর; সুবেসাদেকে
তুমি আমার কে
আলতা পায়ের জলের ছাপ; মুছে যাও না যে
তুমি আমার কে
ডাকো কেবল মন পোড়াতে বুকের ব্যথাতে-

আমি তোমার কে
এক পলকে হারিয়ে যাওয়া;
তোমার বুকেতে।