সুনামগঞ্জে জামায়াতের নেতাকর্মী সন্দেহে গ্রেফতার ৬

54

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ সদর উপজেলায় গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মী সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে জেলহাজতে প্রেরণ করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হল, সদর উপজেলার জর্জরিয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মোহাম্মদ হোসাইন, একই গ্রামের মৃত মালু মিয়ার ছেলে ইয়াসিন আলী, মতৃ মনির উদ্দিনের ছেলে আব্দুর রহিম, খাইয়ারগাও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে শমসের আলী, রাজানগর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সাইদুর রহমান, পৌর শহরের পশ্চিম হাজী পাড়ার বসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিনগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জর্জরিয়া গ্রামের জামায়াত নেতা আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের সাথে থাকা আরো বেশ কয়েকজন পালিয়ে যায়। এ সময় তাদের কাছে কিছু লিফলেট পাওয়া যায়। সুনামগঞ্জ ডিবি পুলিশের ইন্সপেক্টর কাহি মুক্তাধির হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকার বিরোধী বৈঠক করছে এমন সংবাদ পেয়েই অভিযান চালাই। এ সময় ৬জন কে গ্রেফতার করি। তাদের সাথে থাকা অন্যান্য লোকজন পালিয়ে যায়। অন্যদিকে আটককৃতদের পক্ষে স্থানীয় লোকজন বলেন, সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়েরকে প্রধান অতিথি করে শুক্রবার স্থানীয় মীরেরচর গ্রামস্থিত ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার ৫০তম ইসলামী মহাসম্মেলনকে সামনে রেখে দাওয়াতি কার্যক্রমের প্রস্তুতির সময়ে পুলিশ ভূল তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করেছে। আটককৃতরা চরমোনাই পীরের ভক্ত মুরীদান ছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কর্মী সমর্থক। এর মধ্যে মোহাম্মদ হোসেন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকুরী করেন। তারা কেউই জামাতের রাজনীতির সাথে জড়িত নন বলেও এলাকাবাসী চ্যালেঞ্জ করেন। সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, গ্রেফতারকৃত জামায়াতের ৬জন নেতাকর্মী কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।