ওসমানীনগরে সমিতি পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ॥ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একটি বাড়ি একটি খামার প্রকল্প

49

শিপন আহমদ ওসমানীনগর থেকে :
বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দারিদ্র্য বিমোচনে কর্ম-দক্ষতা অর্জনে আয়বর্ধক কর্মসূচী হিসেবে একটি বাড়ি একটি খামার প্রকল্পটি দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংক হিসেবে সারাদেশে আত্মপ্রকাশ করেছে। মূলত; একটি বাড়ি একটি খামার দেশের দরিদ্র মানুষকে স্বল্পসুদে ঋণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি দরিদ্র মানুষকে সঞ্চয়ে উৎসাহিত করতে পল্লী সঞ্চয় ব্যাংক বিশেষ স্কিম গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহে এটি বিশেষ উদ্যোগ’ হিসেবে পরিচিতি লাভ করেছে। এই প্রকল্পের আওতায় উপকারভোগী সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাভলম্বী করা হচ্ছে। প্রকল্পের আওতায় নানা ধরনের উন্নয়নমূলক কর্মসূচিও হাতে নেয়া হয়েছে। ভিক্ষুক পুনর্বসাবন, আশ্রয়ণ প্রকল্প, নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহসহ সামষ্টিক নিরাপত্তা কর্মসূচী চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগরে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিস পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিভাগীয় কমিশনার একটি বাড়ি একটি খামারের ব্রাহ্মনগ্রাম গ্রাম উন্নয়ন সমিতির উপকারভোগী সদস্য ফুলু রাণীর পোল্ট্রির খামার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন প্রকল্প গ্রহনে সমিতির সদস্যদের উৎসাহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান, উপজেলা সহকারী ভুমি কমিশনার তানভীর হাসান রুমান, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী দিবাংশু রঞ্জন রায়, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: সহিদ উল্যা, একটি বাড়ি একটি খামারের ফিল্ড সুপারভাইজার আবুল খায়ের, ফিল্ড এ্যাসিসটেন্ড তাজুল ইসলাম তালুকদার রাসেল, বিশ্বজিৎ চৌধুরী সাগর, ডলি রাণী দাস প্রমুখ।