জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, উপশহর একটি সিলেট অভিজাত এলাকা হিসেবে সুপরিচিত। উক্ত এলাকায় বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও সরকারি কর্মকর্তাদের বাসভবন থাকায় এ এলাকার নিরাপত্তার স্বার্থে আরো একটি ফায়ার স্টেশন স্থাপন অতি জরুরি বলে আমি মনে করি। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা মাধ্যমে এটা বাস্তবায়ন করতে চেষ্টা করবো।
তিনি শুক্রবার দুপুরে উপশহরের সি-ব্লকস্থ অস্থায়ী কার্যালয়ে ফায়ার স্টেশন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপশহর ফায়ার স্টেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব সাব্বির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আ. হ. ম শামীম ইকবালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি, তাজুল মোহাম্মদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন শামসুজ্জামান কবির, বক্তব্য রাখেন ইমরাউল কয়েছ লোদী, আবুল খায়ের চৌধুরী, এডভোকেট আব্দুর রকীব, মর্তুজা চৌধুরী, মুফতি মতিউর রহমান হাজী, আজমল আলী, মোস্তাফিজুর রহমান, বকুল মিয়া, আব্দুল হালিম কার্ফি, জাবেদ সিরাজ, আবুল হোসেন, মোশাহিদ খান, ইব্রাহিম জাহেদ, বদরুল আমিন, খোকন বেগ, আব্দুল আহাদ, আব্দুল বাতেন, লায়েছ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রিন্সিপাল আব্দুল খালিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন মিয়া, রাসেল মিয়া, শাহ আলম, সিরাজ উদ্দিন, শামীম আহমদ, মুহিন রহমান, সাগর আহমদ, জয়নাল মিয়া, ফারুক আহমদ, কবির রুহুল আমিন, শাকিল আহমদ, ফয়জুল হক চৌধুরী, রাহাত আহমদ, তাওহিদুল ইসলাম, তানভীর আহমদ, হাসান আহমদ, মামুন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি