কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৯৮৫ তম সাহিত্য আসরে বক্তারা বলেছেন, লেখালেখির জগতে সমালোচনা সহ্য করে চলতে হয়। সকালে যে মুখ প্রশংসা করে বিকেলে সেই মুখ গালি দেয়। কঠিন পথ পাড়ি দিয়েই সম্মানের জায়গায় পৌঁছাতে হয়। বক্তারা বলেন, লেখালেখিতে পূর্ণ মনযোগ না দিলে সফল হওয়া যায় না।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি।
আলোচনায় অংশ নেন সংসদের সহসভাপতি গল্পকার সেলিম আউয়াল, সংসদের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, অবসরপ্রাপ্ত পিটিআই প্রশিক্ষক মোঃ শওকত আলী, কবি গল্পকার মিনহাজ ফয়সল।
পঠিত লেখার ওপর আলোচনা করেন সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব।
সাহিত্য আসরে তরুণ লেখক আবুল খায়ের সজীব ও তার স্ত্রী জামিনুর নাহার নিশাতকে সংবর্ধিত করা হয়। অনুভূতি ব্যক্ত করে লেখক সজীব বলেন, সিলেটে সাহিত্যের যে গভীর ও নান্দনিক চর্চা হয় দেশের অন্যান্য এলাকায় তা বিরল।
সাহিত্য আসরে লেখাপাঠে অংশ নেনÑ সিরাজুল হক, নূরুন নাহার বেবী, এম এ হান্নান, আমিনা শহীদ চৌধুরী মান্না, আব্দুস শহিদ মাটি, সুমন খান, আলাল আহমদ, শাহাব উদ্দিন আহমেদ, আহমেদ জাকির, শাহ সরওয়ার আলী, নাঈমুল ইসলাম গুলজার, সদরুল শিপন, নূরুল আমিন, বদরুদ্দীন রব্বানী, আনোয়ারুল ইসলাম আল আমিন, লায়েক আহমদ মাসুম, মাজেদ আহমদ, মোঃ রফি মিলন, মোঃ রিয়াদ হোসাইন, মিসবাহ খান।
উপস্থিত ছিলেনÑ কবি মুকুল চৌধুরী, কবি মুহাম্মদ ফয়জুল হক, কবি মাসুদা সিদ্দিকা রুহী, কবি কামাল আহমদ, ছড়াকার ইমরান ইমন, ছড়াকার আকরাম সাবিত, সংগঠক লাল সাদ প্রমুখ। বিজ্ঞপ্তি