১ অক্টোবর থেকে শুরু হওয়া দাবি মাসের কর্মসূচির ধারাবাহিকতায় আজ ১০ম দিনে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে লাক্কাতুরা রেষ্ট ক্যাম্পবাজার পর্যন্ত বাসদ ( মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার সূচনায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রা চলাকালে আম্বরখানা পয়েন্ট, চৌখিদেখী বাজার এবং সমাপনী সমাবেশ লাক্কাতুরা রেষ্ট ক্যাম্প বাজার বিভাগীয় স্টেডিয়াম গেইটে অনুষ্ঠিত হয়। সমাবেশ সমূহে সভাপতিত্ব করেন জেলা আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, বক্তব্য রাখেন এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, মোখলেছুর রহমান, রেজাউর রহমান রানা, সঞ্জয় কান্ত দাস, জিতু সেন, বীরেন সিং, অজিত রায় প্রমুখ।
বক্তারা সিলেটের ঐতিহ্যবাহী এম সি কলেজের ছাত্রাবাসে ছাত্র লীগ সন্ত্রাসীদের দ্বারা স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় সিলেট জুড়ে এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ধর্ষণকারীদের গ্রেফতার করা হলেও তাদের আশ্রয়- প্রশ্রয়দাতাদের বিষয়ে প্রশাসন নীরব। সারাদেশ জুড়ে এ পরিস্থিতির রেশ না কাটতেই নোয়াখালীর বেগমগঞ্জের এক নারীকে বিবস্ত্র করার ঘটনা ঘটিয়েছে সরকার দলীয় যুবলীগ সন্ত্রাসীরা।ভোট ডাকাতির সরকার ধর্ষকদের পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের ক্ষমতা ধরে রাখার জন্য এসব খুনী, ধর্ষক তারা তৈরি করছে। রাতের আঁধারে ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এ সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই। বিজ্ঞপ্তি