কাজিরবাজার ডেস্ক :
কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণির বন্দীরা কারাগারে একটি টয়লেটযুক্ত কক্ষ পান। সেখানে একটি খাট, একটি চেয়ার-টেবিল, একটি টেলিভিশন, একটি পত্রিকা, একজন সেবক থাকে তার জন্য।
তবে নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে একজন কারা কর্মকর্তা জানান, খালেদা জিয়া যেহেতু সাবেক প্রধানমন্ত্রী সেক্ষেত্রে একজন উপজেলারকে নিয়োগ দেওয়া হবে তার দেখাশোনার জন্য।
এ ছাড়া খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, এক আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার ব্যক্তিগত পরিচারিকা মোছাম্মৎ ফাতেমাকে তার সঙ্গে কারাগারে থাকার অনুমতি দিয়েছেন আদালত।
খাবারের ব্যাপারে জানতে চাইলে ওই কারা কর্মকর্তা বলেন, প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা পাওয়া ব্যক্তিদের সকালের নাশতায় রুটি, গুড় অথবা ভাজি দেওয়া হয়। দুপুরে সাদা ভাত, সবজি, মাছ অথবা গোশত ও ডাল এবং রাতে দেওয়া হয় সাদা ভাত, মাছ, সবজি ও ডাল। এ ছাড়া তিনি প্রিজন ক্যান্টিন থেকে পছন্দমতো খাবার কিনে খেতে পারেন।
তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খাবারের ক্ষেত্রে কারা কর্মকর্তারা বিশেষ নজর দেবেন বলে জানান ওই কর্মকর্তা।
তিনি আরও বলেন, যেকোনো কারাগারেই যখন একজন ভিআইপি বন্দী থাকেন, তখন তাকে নিয়ে ওই কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু সবাই তার ব্যাপারে সজাগ থাকেন।