আগের নতূন লুপ্ত

38

সুবীর সেনগুপ্ত

দুটো বা তিনটে, হলে তো চলবে
তার বেশী আমি চাই না
একটা হলে তো, আরো ভালো হয়
বেশী সামলাতে হয় না।

এটাও লাগবে, ওটাও লাগবে
কত কিছুই তো লাগবে
যত লাগে, তত সামলাতে হবে
মনে বিরক্তি জাগবে।

আজকে লাগলো, এটা আর ওটা
কালকে লাগলো অন্য
প্রত্যেকদিন, লাগবেও যা যা
কেন যে হয় বিভিন্ন!

সকালে লাগবে, রাতেও লাগবে
সব বেলাতেই লাগবে
যা মনে আসলো, সবই তো লাগবে
না পেলে, দুঃখ ভরবে।

যতই লাগছে, ততই আসছে
ঘরে ঘরে সব জমছে
জমতে জমতে, অযতেœ সব
প্রয়োজনহীন হচ্ছে।

যেটা লাগবে না, সেটাও তো চাই
সবাই তখনি আনছে
যারা অপারগ, তারা আনছে না
অনুশোচনায় ভুগছে।

যখন লাগলো, নতূন আসলো
নতুন পেলো গুরুত্ব
আবার নতূন যেই না আসলো
আগের নতূন লুপ্ত।

একটা থাকলে, খুঁজতে হয় না
বাছতে কখনো হয় না
অনায়াসে, ব্যবহার হয়ে যায়
তৃপ্তিও দূরে যায় না।

অর্থ না দেখে, দেখা প্রয়োজন
জিনিসের উপযোগ
আনতে থাকো-না, তার ভিত্তিতে
নেই কোনো অভিযোগ।