জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পানিবন্দী বন্যার্তদের প্রদান করা হচ্ছে স্বাস্থ্যসেবা। বিতরণ করা হচ্ছে প্রয়োজনীয় ওষুধ। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর এর নেতৃত্বে মেডিকেল টিম নৌকাযোগে পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করছেন। ১৫ জুলাই বুধবার উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ৩টি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন সহ পানিবন্দি মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, বিভিন্ন ধরনের ওষুধ ও খাবার স্যালাইন বিতরন করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, ডাঃ নাজমুস সাদাত, ডাঃ আফরোজ জাহান সাবরিন, ডাঃ দেলোয়ারা ইয়াসমিন, ডাঃ ইসরাত জাহান লুবনা, ডাঃ সুপ্রিয়া রায়, ডাঃ মাকসুদা আক্তার রিমি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আমিরুল ইসলাম ও অফিস সহায়ক নোমান সহ মেডিকেল টিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে-ঘরে বসে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে আনন্দিত হয়েছেন পানিবন্দি মানুষ।