শাবিতে প্রগতিশীল জোটের উপর হামলায় আহত ৫

32

স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে অর্ধশতাধিক শিক্ষার্থীরা সমাবেশ করার সময় ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে। এ সময় অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন নগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রুবাইয়াত রুবা, জয়দীপ দাসসহ আরও ৩ জন। আইপিই ৩য় বর্ষের ছাত্র জয়দীপ দাসের মাথার আঘাত গুরুতর বলে জানা গেছে। তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল ওয়াহাব (মিডিয়া)। তিনি জানান- যতটুকু জেনেছি বাম ধারার কয়েকটি দল মিলে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ে প্রথমে মিছিল বের করে। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে সমাবেশ শুরু করলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় বলে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের কার্যালয়ে ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার প্রতিবাদে গত ২৪ জানুয়ারি দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট। ধর্মঘটের সর্মথনে গতকাল সোমবার সকাল ৮টা থেকে শাবির প্রধান ফটকে অবস্থান নেয় প্রগতিশীল ছাত্রজোট শাবিপ্রবির নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে তারা ক্যাম্পসে মিছিল বের করে। সাড়ে ১০টার দিকে আবারো ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেয় তারা। পরে বেলা সোয়া ১১টার দিকে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে নগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রুবাইয়াত রুবা, জয়দীপ দাসসহ ৫ নেতাকর্মী আহত হন। এ ঘটনার পরপরই সহকারী প্রক্টর জাহিদ হাসান, আবু হেনা পহিল ঘটনাস্থলে এলে মুশফিকুর রহমান ভূঁইয়া, আলী হোসেনসহ বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী তীব্র বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এ সময় এক ছাত্রলীগকর্মী সহকারী প্রক্টর জাহিদ হাসানের ভিডিওচিত্র ধারণ করতে থাকলে এ পরিস্থিতির অবতারণা হয়।
এ বিষয়ে মুশফিকুর রহমান বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করায় ছাত্রলীগ বাধা দিয়েছে।
শাবি ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ দাস হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন- ক্যাম্পাসের ভেতরে মিছিল করার পর যখন আমরা প্রধান গেইটে সমাবেশ করছিলাম তখন ছাত্রলীগের কর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারী কয়েকজনকে আমরা চিনতে পেরেছি। এরমধ্যে রয়েছেন- মুশফিকুর রহমান ভুঁইয়া এবং আলী হাসান। হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছেন।
এ ব্যপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রক্টর প্রফেসর জহির উদ্দিন নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের একাংশ প্রগতিশীল ছাত্রজোটের অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় তদন্ত কমটি গঠন করে দোষীদের খুঁজে বের করা হবে।