প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর মহাপরিকল্পনা

23

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার ৩০ জানুয়ারী সিলেট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে নিরাপত্তার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সিলেটের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ক’টি ইউনিট।
এই নিরাপত্তায় কত সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে বিষয়টি ‘কনফিডেন্সিয়াল’ রেখে সংশ্লিষ্টরা বলেছেন, ইউনিফর্মে-সাদা পোশাকে মহানগর পুলিশের ৩ সহ¯্রাধিক সদস্য, জেলা পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ছাড়াও সিলেটের বাইরে থেকে বিপুল সংখ্যক রিজার্ভ ফোর্স সিলেটে অবস্থান করবে। এরইমধ্যে সরকারের সব ক’টি গোয়েন্দা ইউনিট মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে কঠোর নিরাপত্তার লক্ষ্যে দফায় দফায় বৈঠক করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটগুলো।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন তথ্য নিশ্চিত করে বলেন, এরইমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) অ্যাডভান্স টিম দলীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় দায়িত্বশীল নেতাদের নিয়ে মাজার এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর জনসভাস্থল সিলেট আলীয়া মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন এসএসএফ ও দলীয় দায়িত্বশীল নেতারা।
সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকছে ইনার কর্ডন, আউটার কর্ডন, রোড ব্যবস্থাপনা, রুফটপ, ট্রাফিক ম্যানেজমেন্ট ও সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা সুরক্ষিত নিরাপত্তা। যদিও প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকবে এসএসএফ।
সিলেটের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন, এরইমধ্যে মহানগর, জেলা, এপিবিএন, গোয়েন্দা সংস্থা ছাড়াও সিলেটের বাইরে থেকে বাড়তি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আনা হচ্ছে সিলেটে। তবে কি পরিমাণ ফোর্স মোতায়েন থাকবে এ বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।