সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সরকারের সদিচ্ছা এবং সিলেটের কৃতি সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বরাদ্দের টাকায় উন্নয়ন হয়েছে সিলেট নগরীতে। কিন্তু এ উন্নয়নকে নিজের নামে প্রচার করে জনগণকে ধোঁকা দিচ্ছেন আরিফুল হক চৌধুরী। অথচ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সিলেটের উন্নয়নে যে টাকা দিয়েছিলেন তারও যথাযথ ব্যবহার হয়নি, হয়েছে লুটপাট। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে নগরবাসী ব্যালটের মাধ্যমে নৌকার পক্ষে ভোট দিয়ে লুটপাটকারীদের প্রত্যাখ্যান করে সত্যের জয় নিশ্চিত করবেন।
বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে নৌকা মার্কার সমর্থনে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় তিনি এ কথা বলেন।
২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছানাওর এর সভাপতিত্বে ও ইসমাইল মাহমুদ সুজনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মশাহিদ আলী, মহানগর আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ, এডভোকেট রনজিত সরকার, এডভোকেট শামসুল ইসলাম, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, টুলটিকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম আলী হোসেন, আব্দুল্লাহ সিদ্দিকী, আব্দুল হানিফ কুটু, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান আসাদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু ও মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, এডভোকেট কঙ্কন কুমার রায়, আব্দুল আলী, ছমর উদ্দিন মানিক, সাজ্জাদুর রহমান সুজ্জাদ, শাহাদৎ উজ জামান, নুরুল ইসলাম মাখন, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, বিশ^জিৎ দে রায় বিষু, আমিনুল হক চৌধুরী প্রদীপ, সিরাজ উদ্দিন খান সুজ্জাদ, আব্দুল আহাদ চৌধুরী মিরন, বদরুল হোসেন লিটন, মাতাব মিয়া, আফছর আহমদ রাজন, মো. সেলিম চৌধুরী, জহুর উদ্দিন, মো. সিরাজ উদ্দিন, মো. আব্দুল মতিন, নুরুল আমিন সিদ্দিকী, সৈয়দ আব্দুল মুকিত, রফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।
শামীমাবাদ, নরসিংটিলা ও বাগবাড়িতে গণসংযোগ : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বুধবার সকালে নগরীর শামীমাবাদ গলির মুখ, বর্ণমালা পয়েন্ট, নরসিংটিলা বাগবাড়ি নুরানী মসজিদ এলাকায় গণসংযোগ করেছেন।
এসময় তিনি বলেন, কেউ কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছেন, অবাদে ভিত্তিহীন কথাবার্তা বলছেন। আমি মনে করি- প্রার্থী হিসেবে যারা নিজেদের দুর্বল ভাবেন তারাই অপপ্রচার চালান।
বদর উদ্দিন আহমদ কামরান বলেন, নির্বাচনকে ঘিরে সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমাদের বিশ্বাস নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা এটা জানেন না যে, অপপ্রচার চালিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করা যাবে না। কোনোভাবেই ঠেকানো যাবে না নৌকার বিজয়। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের সুফল পাচ্ছেন সিলেটসহ পুরো দেশবাসী। কামরান বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সরকারের প্রতিটি কাজ বিশ্বে প্রশংসিত হচ্ছে। তাই দেশের সর্বস্তরের জনতা আওয়ামী লীগকেই দেশ পরিচালনার দায়িত্বে রাখতে চান। এবারের সিটি নির্বাচনেও সিলেট নগরবাসী নৌকার পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন জানাচ্ছেন। তারা মূল্যবান ভোট দিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাগবাড়ি নুরানী মসজিদের মোতাওয়াল্লি হাজী মাসুক মিয়া, অধ্যাপক সামছুল আলম, স্বাপন দাস, খিজির হায়াত, হিরণ খান, আব্দুল লতিফ, মো. তজমুল হোসেন, বাবলা আহমদ, মো. জাহিদ সারওয়ার, শ্যামল সিংহ, মো. শাহাজাহান, জামিল আহমদ, অরুন দেবনাথ সাগর, সাবু আহমদ, কমেদ খান, কামাল আহমদ, আব্দুর রহিম, সুজন আহমদ, কামাল আহমদ, আব্দুল রহমান, সিরাজুল ইসলাম শামীম প্রমুখ।
আদালতপাড়ায় কামরানের গণসংযোগ : বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের আদালত পাড়ায় আইনজীবীদের নিয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। এ সময় আইনজীবীদের কণ্ঠে নৌকা প্রতীকের মুহূর্মুহু শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। আইনজীবীরা তাকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন।
গণসযোগকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস, সরকারি কৌসুলে এডভোকেট খাদিমুল মিল্লাত জালাল, বার কাউন্সিলের সদস্য এডভোকেট রুহুল আনাম মিন্টু, সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগীয় শাখার সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, আইনজীবী নেতা এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট শাহ মোশাহিদ আলী, এডভোকেট নাসির উদ্দিন খান, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট কিশোর কুমার কর, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, এডভোকেট সেলিম আহমদ, এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট মাধব কান্তি দেব, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আব্দুল আজিজ, এডভোকেট মোস্তফা শাহীন প্রমুখ। বিকেলে নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে নগরীর বাদামবাগিচা এলাকায় গণসংযোগ করেন বদর উদ্দিন কামরান। বিজ্ঞপ্তি