মানুষের মত মানুষ হওয়াই জীবনের লক্ষ্য হতে হবে —অধ্যক্ষ জাকির হোসেন

46

মডেল হাইস্কুল, মিরাবাজার, সিলেট-এর পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, মানুষের মত মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। একজন ভালো ছাত্র শুধু নয়, একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে অবদান রাখতে হবে। এজন্য সময়ের সদ্ব্যবহারসহ সমাজের পরস্পরের ভালোবাসা পোষণ করতে হবে।
মডেল হাইস্কুল, মিরাবাজার, সিলেট-এর উদ্যোগে নবীনবরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক মোছাম্মৎ পিয়ারা বেগমের সভাপতিত্বে গতকাল রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আফতাব চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, রোটারী ক্লাব অব জালালাবাদ-এর প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সমাজসেবী জাবেদ সিরাজ এবং স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক এ কে আজাদ চৌধুরী।
সহকারী শিক্ষক সেলিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন হৃদয় একাত্তর ফাউন্ডেশন-এর চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, গোটাটিকর উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক খালেদ নূরুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দীপংকর চক্রবর্তী দূর্গা, সমাজসেবী সাজুওয়ান আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ইয়াহইয়া, হামদ পরিবেশন করেন আখি আক্তার, নাত পরিবেশন করেন সাফওয়ানুল ইসলাম, নৃত্য পরিবেশন করেন সুমি রানী দাশ, দেশাত্ববোধক গান পরিবেশন করেন সুমন আহমদ। বিজ্ঞপ্তি