স্টাফ রিপোর্টার :
সিলেট মদন মোহেন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আগামী ১২ ডিসেম্বর তিন দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে সিলেটের প্রাচীনতম এই প্রতিষ্ঠানটির।
এই ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছে। ১২ ডিসেম্বর তাঁর সিলেট সফরের বিষয়টি এখনো সম্ভাবনা পর্যায়ে রয়েছে। কর্মসূচি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে একটি জনসভার উদ্যোগও নেওয়া হবে। উৎসবে যোগ দেবার পাশাপাশি তিনি ওই জনসমাবেশেও বক্তব্য দেবেন। গত মঙ্গলবার মদন মোহন কলেজের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ৭৫ বছরপূর্তি উৎসবে যোগ দেয়ার আমন্ত্রণ জানালে তিনি সিলেটে আসার আশ্বাস দেন প্রতিনিধি দলকে।
এদিকে, মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিনিধি দলকে নিয়ে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সাক্ষাতকালে অর্থমন্ত্রী মদন মোহন কলেজের সাবেক কৃতি শিক্ষার্থীদের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবগত করেন। তখন প্রধানমন্ত্রী উৎসবে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে মদন মোহন কলেজের প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন-মদন মোহন কলেজের অধ্যক্ষ ড.আবুল ফাতেহ ফাত্তাহ, উপাধ্যক্ষ শর্ব্বানী অর্জুন, রফিকুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, এডভোকেট বেদানন্দ ভট্রাচার্য্য, সিলেট আইনজীবী সমিতি সাবেক সভাপতি এডভোকেট এ ইউ শহিদুল ইসলাম শাহিন, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, ডা. হিমাংশু লাল রায়, অধ্যাপক জাকির হোসেন, মদন মোহন কলেজ শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আছমা-উল-হুসনা, আব্দুল হামিদ, শংকর চৌধুরী, আহমদ হোসেন, রজত কান্তি ভট্রাচার্য্য, প্রদিপ কুমার দে, হুসনে আরা কামালী, জয়া রানী আইন, শিক্ষক পরিষদ সম্পাদক উজ্জল দাস প্রমুখ।