সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেছেন দৃষ্টি নন্দন সিলেট নগরী গড়তে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। নিজ নিজ অবস্থান থেকে হাজার বছরের ঐতিহ্যে লালিত পুণ্যভূমি সিলেটকে আগামী প্রজন্মের জন্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে এবং মনে রাখতে হবে পুণ্যভূমি সিলেটে অসংখ্য জ্ঞানী-গুণী কৃতিমান ব্যক্তিবর্গের স্মৃতি বিজড়িত রয়েছে। তাই নগরবাসীকে সব ঐতিহ্য রক্ষাসহ একটি দৃষ্টি নন্দন নগরী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সচেতন জনসাধারণকে এগিয়ে আসতে হবে। সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন’র উদ্যোগে দৃষ্টি নন্দন নগর গঠনে নাগরিক ভাবনা শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন সহ বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
তিনি গতকাল শনিবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত দৃষ্টি নন্দন নগর গঠনে নাগরিক ভাবনা শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এম. হোসেন আহমেদ-এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মিলেনিয়াম-এর স্বত্ত্বাধিকারী এম. হোসেন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কাউটস সংগঠক বিশিষ্ট শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানস, জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সেলিম আহমদ, জালালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমেরিকা প্রবাসী নেছারুল হক চৌধুরী বোস্তান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট-এর পাবলিসিটি সাংবাদিক আবু তালেব মুরাদ, দৈনিক সিলেট সুরমা’র নির্বাহী সম্পাদক সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দীপু, সিলেট সুরমা’র বার্তা সম্পাদক সাংবাদিক ফয়সল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ তপন চন্দ্র পাল, দি নিউ নেশন পত্রিকার সিলেট প্রতিনিধি সাংবাদিক শফিক আহমদ শফি, দৈনিক জালালাবাদ’র স্টাফ রিপোর্টার খালেদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সেলিম চৌধুরী, দেলোয়ার হোসেন, শাহ আল আমীন, সিদ্দিকুর রহমান, রুহেল খান, শাহেল আহমদ, শামসুল হুদা খান ডালিম, এম.এন.এম. তানভীর, শ্রাবণ আহমদ, প্রতিযোগীদের মধ্যে শাবি প্রবি’র মেহেদী হাসান কবীর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ খান তাইফুর ও মাহমুদুল হাসান চৌধুরী। বিজ্ঞপ্তি