জেলা ও মহানগর মহিলা আ’লীগের বিশেষ প্রতিনিধি সভায় সাফিয়া খাতুন ॥ উন্নয়ন অব্যাহত রাখতে আ’লীগকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে

86

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ¦ সাফিয়া খাতুন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। তাই দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে এবং বৈষম্য মুক্ত নারী অধিকার এবং সুশাসন নিশ্চিত করতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনার সরকারই পারে দেশের উন্নয়ন অগ্রগতি করতে। তিনি আগামী নির্বাচনে নৌকার বিজয় অব্যাহত রাখতে মহিলা আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিলেট আগমন ও সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের জনসভা সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে সোমবার বিকেল ৩টা সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা ও মহানগর সাধারণ সম্পাদক আছমা কামরান এর যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি কোহিনুর বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা ও শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী ও শেখ আনার কলি, সমাজকল্যাণ সম্পাদক ড. সেলিনা আক্তার, উপদেষ্টা মন্ডলী সদস্য সৈয়দা ফরিদা রেজা নুর, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শাহানারা বেগম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শাহানাজ হাবিব ও রেবেকা সুলতানা, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদিক ডা: লুৎফুননেছা সোনালী, মহিলা আওয়ামীলীগের ইউকে শাখার সহ সভাপতি হুসনা মতিন, কেন্দ্রীয় সদস্য নাজনিন হোসেন, সেলিনা মোমেন, শামীমা শাহরিয়ার, ফাহিমা খানম মনি। জেলা মহিলা আওয়ামীলী সহ সাধারণ সম্পাদক হেলেন আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা মহিলা আ’লীগের সহ সভাপতি শামসুন নাহার মিনু, বিলকিছ নুর, সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মী, খায়রুননেছা শেলী, ডা. নাজরা চৌধুরী, বিলকিস নুর, রতœা বেগম, জোহুরা আক্তার খানম, হাসনা হেনা চৌধুরী, মাহমুদা নাজিম রুবি, সাবিনা সুলতানা, সালমা বেগম, আছমা বেগম, নুরুননাহার হেনা, নার্গিস সুলতান রুমি, ক্ষমা রাণী দে, এডভোকেট সন্ধ্যা লক্ষ্মী দে, দিনার সুলতানা, শামীমা স্বাধীন, নাসরিন বেগম, আছমা বেগম, জেবুন্নেছা শিরিন, শামীমা খন্দকার, শামীম আরা বেবী, নিলুফা নিলু, এডভোকেট বনানী দাস ইবা, রেহেনা পারভীন, এডভোকেট রাসেদা সায়দা খানম, মাজেদা পারভীন, হামিদা খান প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শামসুন নাহার মিনু ও গীতা পাঠ করেন মাধুরী গুণ। বিজ্ঞপ্তি