প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে কানাইঘাটে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

36

কানাইঘাট থেকে সংবাদদাতা :
প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা ও খামার চাষীদের মধ্যে গবাদি পশুর বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। র‌্যালী পরবর্তী উপজেলা প্রাণী সম্পদ অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভেটেনারী সার্জন আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দৈনিক ভোরের পাতা পত্রিকার সিলেটের ব্যুারো চীফ জয়নাল আবেদীন। এ সময় উপজেলার প্রচুর খামারী চাষীদের উপস্থিতিতে গবাদি পশুর রক্ষণাবেক্ষণ এবং কিভাবে পশু পালনে লাভবান হওয়া যায় সে সম্বন্ধে ধারনা দেয়া হয় খামারীদের। পরে তাদের মধ্যে গবাদি পশুর ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।