কাজিরবাজার ডেস্ক :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সশ্রম কারাদণ্ড হওয়ায় তাকে কারাঅভ্যন্তরে কাজ করতে দেয়া হবে। তবে খালেদা জিয়াকে ঠিক কি কাজ দেয়া হবে, তা এখনো কারা কর্তৃপক্ষ নির্ধারণ করেনি।
ঢাকা জেল সুপার জাহাঙ্গির কবীর এসব তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বন্দিদের কাজ করতেই হয়। এর কোনো বিকল্প নেই।
তবে এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাবেক এক জেল সুপার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমন হাইপ্রোফাইল বন্দির ক্ষেত্রে শ্রম দেয়া না দেয়া একই কথা। মূলত এটা কাগজ-কলমে দেখানোর জন্য।
তিনি আরো বলেন, ভিভিআইপি বন্দিদের শৌখিন বাগান করা বা লাইব্রেরি দেখাশোনার মতো শ্রমে লাগানো হয়। কিন্তু, খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে, সেখানে এ ধরনের কোনো কাজ সত্যিকার অর্থে নেই।