স্টাফ রিপোর্টার :
নগরীর শিবগঞ্জে গাড়ীর ব্রেকফেল করে অল্পের জন্য মারাত্মক দুঘর্টনা থেকে রক্ষা পেলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা এবং মুসল্লিসহ আহত হয়েছেন অনন্ত ৩০ জন। তবে দুঘর্টনার সময় অর্থমন্ত্রী গাড়িতে ছিলেন না। গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে রায়নগর সোনারপাড়া জামেয়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে লোকজনের ধাক্কা লেগে পড়ে গিয়ে অর্থমন্ত্রী কিছুটা আহত হয়েছেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন।
আহতরা হচ্ছেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া, মহানগর আওয়ামী লীগের সারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এবং যুবলীগ নেতা ও অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারি কবিরুল ইসলাম কবির। অপর আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ১০ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, নগরীর রায়নগর সোনারপাড়া জামেয়া মসজিদে গতকাল শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতার। নামাজ শেষে অর্থমন্ত্রীর সাথে মুসল্লি¬রা যখন সাক্ষৎ করছেন তখন মসজিদের পাশের একটি মাঠে রাখা অর্থমন্ত্রীর ব্যবহৃত গাড়ি তাকে নেয়ার জন্য মসজিদের পাশে আসার সময় গাড়ির ব্রেকফেল করে রাস্তায় থাকা মুসল্লি¬দেরকে ধাক্কা দেয়। এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া, মহানগর আওয়ামী লীগের সারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ অন্তত ৩০জন আহত হন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই সময় অর্থমন্ত্রীর পড়ে গিয়ে কিছুটা আহত হয়েছেন।
অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জাবেদ সিরাজ বলেন, শুক্রবার দুপুরে অর্থমন্ত্রী সোনাপাড়া জামেয়া মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে অর্থমন্ত্রীর মসজিদ থেকে বেরোনোর আগমূহূর্তে গাড়ি মসজিদের পাশে নিয়ে আসার সময় ব্রেকফেলের ঘটনা ঘটে। এতে গাড়ির সাথে ধাক্কা লেগে কয়েকজন আহত হন। আহতরাও ওই মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন বলে জানা গেছে।
মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, নামাজ শেষে অর্থমন্ত্রী মহোদয়ের সাথে যখন মুসল্লি¬রা সাক্ষাৎ করছেন তখন তাকে নেয়ার জন্য মসজিদের পার্শ্ববর্তী একটি মাঠ থেকে মন্ত্রী মহোদয়ের ব্যবহৃত গাড়ি ব্রেকফেল করে মুসল্লিদেরকে ধাক্কা দেয়। এসময় সিলেট জেলা ও মহানগর বেশ কয়েকজন নেতৃবৃন্দ মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। তিনি আরও জানান- এসময় অর্থমন্ত্রী মহোদয়ের কোন ক্ষতি হয়নি। পড়ে গিয়ে কিছুটা আঘাত পেয়েছেন তিনি। এছাড়াও আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, বিকেলে আহতদের দেখতে ওসমানী হাসপাতালে যান অর্থমন্ত্রী। এসময় আহতদের যথাযথ চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানে সংশ্লি¬ষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন অর্থমন্ত্রী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে জানায় হঠাৎ করে গাড়ির ব্রেকফেল করেছে। যার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
৫ হাজার টাকা করে পেলেন আহতরা: ব্যক্তিগত গাড়ি ব্রেকফেলের ঘটনায় আহতদের দেখতে শুক্রবার বিকেল ৩টার দিকে ওসমানী হাসপাতালে যান অর্থমন্ত্রী। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের যথাযথ চিকিৎসা দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
তদন্ত চান মিসবাহ সিরাজ: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গাড়ির ব্রেকফেলের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি বলেন, অর্থমন্ত্রীর গাড়ির ব্রেকফেলের ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত, তা তদন্ত করে দেখতে হবে। এজন্য অর্থমন্ত্রীর গাড়িচালককে আটক করে জিজ্ঞাসাবাদও করতে হবে। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে যান মিসবাহ সিরাজ। সেখানে তাদের চিকিৎসার খোঁজ খবরও নেন। এ সময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এনায়েতুল বারী মুর্শেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।