বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী ॥ জিডিপিতে প্রবৃদ্ধির হার এবার ৭ এর উপরে থাকবে

49

স্টাফ রিপোর্টার :
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এবার জিডিপিতে প্রবৃদ্ধির হার ৭ এর উপরে থাকবে। গতকাল শুক্রবার নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেটি নাগরীলিপির নবজাগরণের আনন্দে বই উৎসব থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, এবার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় জিডিপিতে প্রবৃদ্ধির এই হার থাকবে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে শুরু হওয়া বই উৎসবের উদ্বোধনের পরপরই ‘নাগরীলিপির নবযাত্রা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। লেখক ও চার্টার্ড একাউন্ট্যান্ট মসিহ্ মালিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উৎস প্রকাশনের প্রধান নির্বাহী ও লেখক মোস্তফা সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেট্টোপলিটন ইউনিভার্সিটির ইমিরেটাস অধ্যাপক মো. আবদুল আজিজ, শিশুসাহিত্যিক আলী ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৌরভ শিকদার, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের পরিচালক কাবেদুল ইসলাম। আবৃত্তিকার নাজমা পারভীনের সঞ্চালনায় বই উৎসবের আলোচনা পর্বে আয়োজকদের পক্ষ থেকে অধ্যাপক এরহাজুর রহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভার পরপরই পুঁথিপাঠ ও সংগীতানুষ্ঠান হয়। এতে দেশের প্রথিতযশা বাউলশিল্পীরা সংগীত পরিবেশন করেন। সবশেষে মঞ্চায়িত হবে নবশিখা নাট্যদলের পরিবেশনায় নাটক ‘সাত কইন্যার কাহান’। উৎসবে সিলেটের ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান ও গণগ্রন্থাগার কর্তৃৃপক্ষকে নাগরীলিপিতে রচিত পঁচিশটি গ্রন্থের ‘নাগরী গ্রন্থসম্ভার’ তুলে দেওয়া হয়।