বহির্বিশ্বে থেকেও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে – বিধান সাহা

36

মদন মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মো. জাবের আহমদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি রোববার কলেজের সোলেমান হলে দুপুর ১২টায় তাকে এ সংবর্ধনা জানানো হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মদন মোহন কলেজ ছাত্র সংসদের জিএস ও মহানগর আওয়ামীলীগের অন্যতম নেতা বিধান কুমার সাহা বলেন, জাবের আহমদ যেভাবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সিলেটের রাজপথে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেভাবে বহির্বিশ্বে থেকেও যেন মুজিব আদর্শকে বুকে লালন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জাবের আহমদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য রুমেল আহমদ, এমরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ আলী আশরাফ সুহেল, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমেদ পারভেজ, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লস্কর, সাবেক সাহিত্য সম্পাদক আমির হোসেন, সাবেক সহ সম্পাদক সুমন তালুকদার, সাবেক সদস্য এম. এ. রিয়াদ, বদরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জাকারিয়া উল হক, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আফসর রহিম, কামরুল ইসলাম সুমন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য জুনেদ আহমদ, সুমন ইসলাম খান, কাওসার কামালী, লিমন কান্তি দেব, রাসেল আহমদ, হোসাইন মো. রাসেল, রাজেশ সরকার, সাব্বির আহমদ, আকিব, জিহান, রুবেল, জালালাবাদ ছাত্রলীগের সহ সভাপতি নাঈম আহমদ, সাদিকুর রহমান, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকি দেব, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাস, তারেক আহমদ, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিক্সন দাশ, নাঈম খান, সঞ্জয় সরকার, জালালাবাদ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, মাছুম হোসাইন, ইমন আহমদ, সালমান আহমদ, জাহেদ আহমদ রাজিব, আব্দুল করিম সুমন, আক্তারুজ্জামান ইমন, রুহেল আহমদ, নাজমুল হোসেন, ফরহাদ কোরাইশ, সুমন শাহ, সাঈদ, এমাদ আলম, তানভীর আহমদ, ফাহাদ মিয়া, মাহবুব হোসেন, আসাদ, বদরুল ইসলাম, আক্তার হোসেন, রাজু, ওয়াহিদ, রাসেল মিয়া, আকাশ দেবনাথ, বিজয় কৃষ্ণ সরকার, আল আমিন আহমেদ মুদিন, পংকজ পাল, অমিত দেবনাথ, বখতিয়ার আহমদ, জালাল হোসেন রাকিন, আবু হোসাইন সালমান, সৈয়দ তায়েফ, অনিক সরকার, জাকির হোসেন, অভি সরকার, মো. ইমন আহমদ, সৌরভ ঘোষ, রাহুল তালুকদার, জয়নাল আবেদীন জয়, শুভ্র দাস, অর্ক দাস, তারেকুল আলম, মাঈরাজ আহমদ, কাওছার আহমদ, সাজু আহমদ, মারুফ আহমদ, নাবিদ আহমদ, ফাহাদ আহমদ, আদনান আহমদ, সৈয়দ আজিজ সোহাগ প্রমুখ। বিজ্ঞপ্তি