সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া এক বিবৃতিতে বলেছেন, জাতীয় পার্টির গঠনতন্ত্র উপধারা ৭ অনুযায়ী জেলা শাখার সদস্য সচিব কোন উপজেলা কিংবা পৌর শাখা কমিটি বিলুপ্ত করার এখতিয়ার রাখেননা। কারণ গঠনতন্ত্রমতে, এ ক্ষেত্রে তিনি শুধুমাত্র আহ্বায়কের নির্দেশনা পালন করতে পারেন। কিন্তু সিলেট জেলা জাপার সদস্য সচিব উছমান আলী সম্প্রতি জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত হয়েছে মর্মে সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন। যা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং গঠনতন্ত্র বিরোধী কাজ। বিষয়টি দৃষ্টি গোচর হলে আমি পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে অবগত করেছি। কিন্তু উছমান আলীর এ রূপ কর্মকান্ডে পার্টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করেছে।
বিবৃতিতে আলহাজ্ব কুনু মিয়া আরো বলেন, সংবাদপত্রে বিষয়টি প্রকাশ হওয়ার পর জকিগঞ্জ উপজেলার নেতাকর্মীরা আমার কাছে জানতে চাইলে আমি এ বিষয়ে তাদেরকে কোন সদুত্তর দিতে পারিনি। তবে বিভ্রান্ত না হয়ে কমিটিকে তাদের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি। বর্তমানে কমিটির কার্যক্রম চলমান রয়েছে। এদিকে ৫ জানুয়ারী জকিগঞ্জ উপজেলার সবগুলো ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা সদস্য সচিবের এ রূপ গঠনতন্ত্র বিরোধী মনগড়া কার্যক্রম বিরাট প্রভাব ফেলেছে বলে আমি মনে করি। কারণ নির্বাচনের পূর্বের দিন হঠাৎ করে এ রূপ উদ্ভট বিবৃতি বিভিন্নভাবে প্রকাশিত হওয়ায় এর প্রভাব ভোটের মাঠে পড়েছে এবং যে কারনে দলীয় প্রার্থীদের পরাজয় বরণ করতে হয়েছে। অন্যদিকে পার্টির একজন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদকে বহিষ্কারের কোন রকম ক্ষমতা জেলা সদস্য সচিবের নেই। আলহাজ্ব সাব্বির আহমদ পার্টির ভাইস চেয়ারম্যান হওয়া স্বত্তেও নেতাকর্মীদের অনুরোধে পার্টির স্বার্থে জকিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। আলহাজ্ব সাব্বির আহমদের নেতৃত্বে জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি গতিশীলভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি বহাল থাকবে এবং কমিটি নিয়ে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন আলহাজ্ব কুনু মিয়া। বিজ্ঞপ্তি