সিলেটের ৩ উপজেলায় ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

22

স্টাফ রিপোর্টার

সিলেটের ৩ উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যানসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৪ উপজেলার ৫৬ জন প্রার্থীর মধ্যে ১ চেয়ারম্যান প্রার্থী এবং গোয়াইনঘাট উপজেলার এক চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৩ উপজেলার রিটার্নিং কর্মকর্তারা।
নবীগঞ্জ: নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে হলফনামায় মামলার তথ্য গোপন রাখার দায়ে বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। ফলে প্রার্থীতা ফিরে পেতে আপিল করতে হবে প্রার্থীদের।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নির্বাচন কমিশন আয়োজিত মনোনয়ন যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা প্রভাংশু সোম মহান। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু ও মোস্তাকিম আহমেদ। ভাইস চেয়ারম্যান পদে বাতিল হওয়া দুই প্রার্থী হলেন- হেলাল চৌধুরী, রুবেল আল মামুন তালুকদার।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম নূর উদ্দিন চৌধুরী বুলবুল ও অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ আবুল খায়ের, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.ইমদাদুর রহমান মুকুল, হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী শেখ মোহাম্মদ কামাল আবু তালিব। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুল আলিম ইয়াছিনী, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ অনড় উদ্দিন চৌধুরী জাহিদ, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর চৌধুরী সালমান, মুফতী মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি। নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ এবং ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন- ২০০৬ সালের একটি পুরনো মামলার বিষয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, আমি আপিল করবো, আমি শতভাগ আশাবাদী আপিলে প্রার্থীতা ফিরে পাবো।
নবীগঞ্জ উপজেলা বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক মুজিবুর রহমান শেফু মনোনয়ন বাতিলের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি আপিল করবো।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা প্রভাংশু সোম মহান বলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, বাতিল মনোনয়নপত্র বৈধতা চ্যালেঞ্জ করে আগামী ২৬ এপ্রিল আপিল করার সুযোগ রয়েছে। আপিল শুনানি ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ: সুনামগঞ্জে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৪ উপজেলার ৫৬ জন প্রার্থীর মধ্যে ১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে যাছাই বাছাই কমিটি।
বুধবার মধ্যরাতে তাহিরপুর উপজেলার লন্ডন প্রবাসী চেয়ারম্যান প্রার্থী মিঠু রঞ্জুন পালের মনোনয়নপত্র বাতিল করা হয়। হলফ নামায় তথ্যগত ভুল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। চারটি উপজেলা হলো-তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর।
চার উপজেলার মধ্যে তাহিরপুর উপজেলার বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, অধ্যাপক আলী মর্তুজা, ভাইস চেয়ারম্যান বৈধ প্রার্থীরা হলেন, আলমগীর খোকন, জিল্লুর রহমান, বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা সভাপতি আবু সাঈদ (স্বর্ণালী হিজড়া), ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, আইরিন আক্তার, সুষমা জাম্মিল।
এইদিকে মঙ্গলবার উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন লিটনের মনোনয়ন পত্র হাইকোর্টে বৈধ ঘোষণা করা হয়েছে।
ধর্মপাশা উপজেলার বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, এস আর হায়দার চৌধুরী লিটন, মো. সাইফুল ইসলাম চৌধুরী, নাসরিন সুলতানা দিপা, শামিম আহমদ বিলকিস, শামিম আহমদ মুরাদ, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাদ্দাম হোসেন, মো. বেনিয়ার হোসেন পাঠান, এ এইচ ওয়াসিম, মো. ফেরদৌসুর রহমান, শাহ মোহাম্মদ আলী আকবর, বিজয় হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মর্জিনা আক্তার, ইয়াসমিন, অনামিকা আক্তার, মোছা.পেয়ারা আক্তার, রেশমা আক্তার।
জামালগঞ্জ উপজেলার বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান ইকবাল আল আজাদ, রেজাউল করিম শামিম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক আফিন্দি, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদ বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি, আকবর হোসেন, মকবুল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদ বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, হাফিজা আক্তার, মার্জিনা ইয়াসমিন সিগনা।
বিশ্বম্বরপুর উপজেলার বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, দিলীপ কুমার বর্মন, মিয়া বাচ্চু, সাবেক ইউপি রঞ্জিত চৌধুরী রাজন, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী, শাহ দেলোয়ার হোসেন দিলু, মো. আব্দুল মান্নান, নুরুল ইসলাম, মো.জুলহাস মিয়া, সেলিম আহমদ, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, আমেনা খাতুন, পেয়ারি খাতুন, মোছা. মদিনা আক্তার, জান্নাত মরিয়ম।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের আপিলের তারিখ ২৪ থেকে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২ মে। ২১মে সকাল ৮ থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ।
তাহিরপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মিঠু রঞ্জন পাল বলেন, তাদের ভুলের কারণে অনলাইনে ভোটার রেজিষ্ট্রেশন ভুল হয়েছে। আমি আপিল করেছি, আশা করি ন্যায় বিচার পাবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, সুনামগঞ্জের ৪ উপজেলার ৫৬ জনের মধ্যে তাহিরপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মিঠু রঞ্জন পালের ভোটার রেজিষ্ট্রেশনে ভুল থাকায় যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
গোয়াইনঘাট: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। যাচাই-বাছাইয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের মনোনয়ন বৈধ হয়েছে এবং ঋণ খেলাপির দায়ে অপর চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ আলম স্বপনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মরিয়ম বেগমের ট্যাক্স সনদ না থাকায় মনোনয়ন পেন্ডিং রয়েছে। গোয়াইনঘাট উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে অপরাপর বৈধ পদপ্রার্থীরা হলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গোলাম আম্বিয়া কয়েছ, মো. কুতুব উদ্দিন, সাংবাদিক মো: ইসমাইল আলী, ফারুক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: আফিয়া বেগম, খোদেজা রহিম কলির মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়।