সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ কর্তৃক পিইসি ও জেএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে স্কুল অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। কলেজের ইংরেজী প্রভাষক শাহীন আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। তিনি তাঁর বক্তব্য বলেন, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ বাংলাদেশ সিলেটের শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের ত্রিমুখী সমন্বয়ে আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীই আগামীর আলোকিত বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার। তাই তাদের যথাযথ লালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সবল কুমার তালিকদার, গণিত প্রভাষক রাজিব পাল, সাংবাদিক তাওহীদুল ইসলাম। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি