কুলাঙ্গার :
পিতার রক্তাক্ত দেহে দ্রোহ ওড়ে লাল,
সংক্ষোভে ফেটে পড়ে চেতনা-চাতাল।
যে পিতাকেও চিনে না করে অস্বীকার,
নবান্নের ধানে নেই কোনো অংশ তার।
যে পিতাকেও চিনে না করে অস্বীকার,
দোয়েলের শিসে নেই, শাপলার বিলে নেই
রূপালি ইলিশে নেই, কাঁঠাল-কোয়াতে নেই
কোন দাবি তার।
যে পিতাকেও চিনে না করে অস্বীকার,
পিতার সংসারে নেই তার অধিকার।
যে পিতাকেও চিনে না করে অস্বীকার,
স্বঘোষিত জারজ সে নষ্ট, কুলাঙ্গার।