গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটের জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনকালে গর্তের মাটি ধসে চাঁপা পড়ে ৫ শ্রমিক নিহতের ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
দায়িত্বে অবহেলার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়। তিনি আরও জানান, বুধবার রাতে প্রত্যাহার করা হলেও এ ব্যাপারে নির্দেশনা বৃহস্পতিবার দুপুরে তাদের কাছে এসে পৌঁছেছে। ফলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হবে।
এ ব্যাপারে এসআই মতিউর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রত্যাহারের বিষয়টি স্বীকার করেছেন। তবে আনিত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কোয়ারিতে দূর্ঘটনার দিন আমি স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের সচিব মহোদয়ের প্রটৌকল ডিউটিতে ছিলাম।