সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ১৯৩৩ এর বেসরকারিভাবে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১ জানুয়ারী সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে জামাল উদ্দিন ভূইয়ার তত্ত্বাবধানে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
উক্ত নির্বাচনে জেলা কমিটির কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বেসরকারিভাবে হোটেল শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম সফর আলী প্রমুখ।
নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, মো. খলিলুর রহমান, মো. হারুনুর রশীদ, মো. জায়েদ আহমদ, মো. ফখরুল ইসলাম, মো. জমির আলী, মো. শাহ আলম, মো. মোজাম্মিল আলী, মো. বিল্লাল খান, বাবুল দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আহমদ আলী, মাজিদুল ইসলাম, আজিজুর রহমান, সুমন আহমদ, মামুন হোসেন, দুলাল আহমদ, মো. হোসেন, হাসান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের বক্তারা শ্রমিকের ন্যুনতম মজুরি ১০’ হাজার টাকা করা ও সিলেটে সরকার ঘোষিত শ্রম আদালত প্রতিষ্ঠা ও যুগ্ম শ্রম পরিচালকের পূর্ণাঙ্গ কার্যক্রম অবিলম্বে শুরু করার জোর দাবী জানান। সভা শেষে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে নগরীতে এক বণার্ঢ্য র্যালী বের করা হয়। বিজ্ঞপ্তি