বড়লেখায় তুলার গুদামে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি

32

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পৌর শহরে মাসুদ আলী ট্রেড সেন্টারের দক্ষিণ পাশের জমির উদ্দিনের তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় তুলা ও একটি মেশিন পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, বিকেলে তুলার গুদামের ভেতরে আগুন জ্বলতে দেখেন আশপাশের ব্যবসায়ীরা। এসময় টিনশেডের এ গুদামঘর বন্ধ ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে গুদামের সব মালামাল পুড়ে যায়। বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে সব মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।
তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। তবে মালিকের দাবি ১০ লক্ষাধিক টাকা।