স্টাফ রিপোর্টার :
নগরীর দরগাহ মহল্লা এলাকায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতনের শিকার স্ত্রী শাহ রিনা হক মোবাইলফোনে পুলিশের কাছে অভিযোগ করলে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে।
আটককৃত স্বামী জাকির হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের সৈয়দ মোস্তাক হোসেনের ছেলে। সে সিলেট মদন মোহন কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক।
নির্যাতনের শিকার হওয়া স্ত্রী শাহ রিনা হক জানান- সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকার পায়রা ৩নং বাসার ৪র্থ তলার তারা স্বামী-স্ত্রী দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন। কিন্তু, স্বামী জাকির প্রায়ই তার উপর অতর্কিত নির্যাতন করে। স্বামীর নির্যাতনে অতিষ্ট ৪ সন্তানের জননী রিনা আরো জানান- বছর তিন-এক ধরে নির্যাতনে মাত্রা বেড়ে যায়। জাকিরের চারিত্রিক সমস্যার কারণে কাজের মেয়েসহ কোন মহিলা বাসায় এসে থাকতে পারেন না। এসবের প্রতিবাদ করায় গতরাত থেকে নেশাগ্রস্থ হয়ে জোরপূর্বক বেশ কয়েকবার শারীরিক নির্যাতন করে। অতিরিক্ত নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মোবাইলফোনে পুলিশের কাছে অভিযোগ করেন।
রিনা হক আরো জানান- জাকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চেক ডিজওনারসহ একাধিক মামলা রয়েছে।
তার অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালী থানা পুলিশের এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এসে জাকিরকে আটক করে নিয়ে যায়।
আটককৃত শিবির নেতা জাকির স্ত্রীর দেওয়া সব অভিযোগ অস্বীকার করে বলেন- আমি ষড়যন্ত্রের শিকার। স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় তার বিরুদ্ধে স্ত্রী রিনা হক মিথ্যা অভিযোগ দিয়েছেন।