সপ্তাহব্যাপী কর্মসূচির ২য় দিনেও সিভিল সার্জনের খাদ্য সামগ্রী বিতরণ

9
সিভিল সার্জন অফিসের আয়োজনে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ২য় দিনেও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল সহ অন্যান্যরা।

খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এই প্রতিপাদ্যে এবং মুজিববর্ষের উচ্ছ্বাসে, স্বাধীনতার পঞ্চাশে, পুষ্টি গড়ে ভিত্তি, উন্নয়নের উন্মেষে এই শ্লোগানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, ঢাকার সহযোগীতায় সিলেট সিভিল সার্জন অফিসের আয়োজনে ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে এরই অংশ হিসাবে পুষ্টি সংক্রান্ত প্রচার-প্রচারনা, বিলবোর্ড স্থাপন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় নিম্ন আয়, গরীব, দুস্থ, অসহায় মানুষের মাঝে ফুড বাস্কেট করে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ২য় দিনের মত বিতরণ করা হয়।
খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমিত রায়, জেলা স্যানিটারী ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হাফিজুর রহমান ও রনেন্দু কুমার দাস প্রমুখ। বিজ্ঞপ্তি