বিভাগীয় অবহিতকরণ ও পরিকল্পনা সভায় ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ॥ ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

56

আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন (২য় রাউন্ড) সফল করতে এর প্রচারে সম্মিলিত প্রচেষ্টা চালানোর উপর গুরুত্ব আরোপ করেছেন সিলেটের ভারপ্রাপ্ত কমিশনার মৃণাল কান্তি দেব। তিনি বুধবার সকালে সিলেটের বিভাগীয় পরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় অবহিতকরণ ও পরিকল্পনা সভায় বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২য় রাউন্ড বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগসহ সকল মহল এর প্রচারে সহযোগিতা করতে হবে। আগামী ২৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন সিলেট বিভাগের ৪টি জেলা ও সিলেট সিটি কর্পোরেশনে মোট ৭০টি স্থায়ী, ৮১৫০টি অস্থায়ী কেন্দ্রে (৬-১১) মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল মোট ১ লক্ষ ৬৩ হাজার ৫৭৯ জন শিশু এবং (১২-৫৯) বয়সী শিশুদের মোট ১৩ লক্ষ ৪৮ হাজার ৯৭৮ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য বিভাগের কর্মী, পরিকল্পনা বিভাগের কর্মীসহ অন্যান্যরা কাজ করবে। এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মসজিদের ইমাম সহ সকল শ্রেণি পেশার মানুষকে এর প্রচার করতে হবে। যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ ইসমাইল ফারুকের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডাঃ মিঠুন ভৌমিকের সঞ্চালনায় সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক মোঃ কুতুব উদ্দিন, অতিরিক্ত ডিআইজি অব পুলিশ মোঃ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, বাংলাদেশ বেতার সিলেট এর আঞ্চলিক পরিচালক ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকরামুল কবির, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক তাহমিনা বেগম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট এর উপপরিচালক ডাঃ লুৎফুন্নাহার জেসমিন, সুনামগঞ্জের উপপরিচালক মোজাম্মেল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ গাজী আহমদ হাসান। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জাতীয় পুষ্টি সেবা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।