স্টাফ রিপোর্টার :
পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের উপর সন্ত্রাসী হামলা ও ৬ দফা দাবি আদায়ে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়। গত শুক্রবার রাত ৮টায় সিলেট জেলা প্রাশাসন, সিলেট বিভাগ ও বি-বাড়িয়া জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও স্থানীয় রাজনীতিবিদের এক সভা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রশাসন ও স্থানীয় রাজনীতিবিদের আশ্বাসের প্রেক্ষিতে আজ রবিবার ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মিনাল কন্তি চক্রবর্তী, সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার, ডিআইজি মো. কামরুল আহসান, পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা ট্রাক-পিকআপ মালিক গ্র“পের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, যুগ্ম সম্পাদক পলক আহমদ চৌধুরী, সিলেট বিভাগ শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব জমির আহমদ, সদস্য সচিব সজিব আলী, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বিবাড়িয়া জেলা সড়ক পরিবহণ এর সাধারণ আনিছুর রহমান চৌধুরী, বি-বাড়িয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব কালাম আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সহ-সভাপতি শাহ জামাল, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-২০৯৭ এর কার্যকরি সভাপতি মতছীর আলী, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন নেতা শামীম আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সিলেট বিভাগ ও বি-বাড়িয়া জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এক প্রতিবাদ সভা ও বিশাল মালিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১০ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করা হয়।