মৌলভীবাজার থেকে সংবাদদাতা
চা অধ্যুষিত ও পাহাড়ী এলাকা শ্রীমঙ্গলে শুক্রবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে গভীর নি¤œ চাপের প্রভাবে মৌলভীবাজার জেলা জুড়েই বৃষ্টি শুরু হয়। তবে অগ্রহায়ণের শেষ দিকের এ বৃষ্টি হতে পারে শীতের আগামনী বার্তাও।
৮ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ১১টার পর থেকে মৌলভীবাজার জেলা জুড়ে এ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা যায়।
বৃষ্টি আর হিমেল হাওয়ায় জনজীবনে বিপর্যস্ত দেখা দিয়েছে। আর এমন পরিস্থিতিতে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ।
শনিবার সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হারুন অর রশীদ বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৯ টায় তাপমাত্র রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর রাত থেকে এ পর্যন্ত ১০.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আর ২/১দিন হতে পারে।’ তিনি আরও বলেন, ‘বৃষ্টি শেষ হলেই শীতও বাড়তে থাকবে। এখনও শ্রীমঙ্গলে যে পরিমাণ শীত,তাতে বুঝা যায় সামনে শীত বাড়তে থাকবে।’