৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ২৮০৫টি ভোট কেন্দ্রে ৩৩,৬৬০ জন আনসার-ভিডিপি সদস্য/সদস্যাদর ভোট গ্রহণের সহায়তা, আইন-শৃংখলা রক্ষার জন্য সিলেট বিভাগীয় আনসার-ভিডিপি রেঞ্জ পরিচালক সারাওয়ার জাহান চৌধুরী নির্দেশনা মোতাবেক আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্টগণ সংসদ নির্বাচনের জন্য আনসার-ভিডিপিদের শারীরিক যোগ্যতার ভিত্তিতে বাছাই করে প্রতি ভোট কেন্দ্রের জন্য ১ জন করে পিসি, ১ জন করে এপিসি, ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা আসনসার সহ মোট ১২ জন আনসার-ভিডিপির ৬ দিনের দায়িত্ব পালনের জন্য অঙ্গীভূত করেন।
এর মধ্যে সিলেট জেলায় মোট ভোট কেন্দ্র ৯৯২টি এসেব কেন্দ্রে আনসার-ভিডিপির ১১৯০৪ জন সদস্য ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে পুরুষ ৭৯৬৩ জন ও মহিলা ৩৯৬৮ জন।
সুনামগঞ্জ জেলায় মোট ভোট কেন্দ্র ৬৬৮টি। এসব কেন্দ্রে আনসার-ভিডিপির ৮,০১৬ জন সদস্য ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে পুরুষ ৫৩৪৪ জন ও মহিলা ২৬৭২ জন।
হবিগঞ্জ জেলায় মোট ভোট কেন্দ্র ৬৩৩টি। এসব কেন্দ্রে আনসার-ভিডিপির ৭,৫৯৬ জন সদস্য ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে পুরুষ ৫০৬৪ জন ও মহিলা ২৫৩২ জন।
মৌলভীবাজার জেলায় মোট ভোট কেন্দ্র ৫১২টি। এসব কেন্দ্রে আনসার-ভিডিপির ৬,১৪৪ জন সদস্য ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে পুরুষ ৪,০৯৬জন ও মহিলা ২,০৪৮ জন।
প্রতি ভোট কেন্দ্রে ১২ জন করে আনসার-ভিডিপির দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পিসি, এপিসি সহ ৮ জন পুরুষ এবং ৪ জন মহলি সদস্য থাকবেন। পিসি ও এপিসিদের কাছে থাকবে আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্রের মধ্যে থাকবে একটি শর্টগান ও একটি রাইফেল। এবারই প্রথম ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাতে তুরস্কের তৈরী শর্টগান থাকবে। ইতিপূর্বে শুধু রাইফেল দেয়া হতো।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্ব পালনরত আনসার-ভিডিপিদের হাতে শর্টগান এবারই প্রথম সংযোজিত হয়েছে।
ইতিমধ্যে প্রতিটি উপজেলার নির্দিষ্ট স্থানে পিসি ও এপিসিদের নতুন আগ্নেয়াস্ত্র শর্টগানের ব্যবহার ও গুলি ছুড়ার অনুশীলন সম্পন্ন হয়েছে।
এছাড়াও ভোটকেন্দ্রে ব্যাটালিয়ন আনাসার সদস্যরাও কুইক রেন্সপন্স হিসেবে কাজ করবেন। এসব সদস্যদেরকে তদারকীয় পালন করবেন সিলেট বিভাগীয় পরিচালক, জেলা কমান্ড্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তাগণ।
গতকাল ২৯ ডিসেম্বর শনিবার আনসার-ভিডিপির সদস্যগণ ব্যালট পেপার, ব্যালট বক্স, ভোটার তালিকা সহ নির্বাচনের সরঞ্জামাদি নিয়ে প্রিসাইডিং অফিসার এর সাথে নিজ নিজ বিকাল ৩টার ভোট কেন্দ্রে মধ্যে পৌছেন। বিজ্ঞপ্তি