কমলগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

34

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ১০৫ বোতল ভারতীয় মাদক ফেনসিডিলসহ পুলিশ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানার পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শমসেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী শফিক মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়।
গ্রামবাসী ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বড়চেগ গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শফিক মিযার বাড়িতে কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ি থেকে ১০৫ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ২৫- ডি ধারায় একটি মামলা হলে মাদক ব্যবসায়ী শফিক মিয়াকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, শফিক মিয়া দীর্ঘ দিন ধরে নিজ বাড়িতেই মাদক ব্যবসা করছিল। মাদক সেবনকারীরা তার বাড়িতে এসে ফেনসিডিল ক্রয় করে নিত। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই চম্পক ধাম বলেন, মামলায় গ্রেফতার হওয়া শফিক মিয়ার নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামী দেখানো হয়। তিনি আরও বলেন, যেহেতু নিজ বাড়িতে এবাবে মাদত ব্যবসা করছিল ধারণা করা হচ্ছে এ ব্যবসার সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। আসামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদকালে আরও নাম পেলে তাদের আসামী করা হবে।