ফেঞ্চুগঞ্জের ৫ ইউপিতে চেয়ারম্যান পদে কে কত ভোট পেলেন

38

স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ৩টিতেই জয় পেয়েছে বিএনপি। অপর দুই ইউপির মধ্যে একটিতে আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার ৫ ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিমল কান্তি সরকার গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. বদরুদ্দোজা ৫ হাজার ৫শত ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহিরুল ইসলাম মুরাদ পেয়েছেন ৩হাজার ৮শত ৬৪ ভোট। নির্বাচনে ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদে ধানের শীষ প্রতীকে উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী ৫হাজার ১শত ৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের জুবেদ আহমদ চৌধুরী শিপু পেয়েছেন ৪ হাজার ২শত ২৫ ভোট।
৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী লেইছ চৌধুরী নৌকা প্রতীকে ৭হাজার ৫শত ৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকের আপ্তাব আলী পেয়েছেন ৪ হাজার ৪শত ৬৬ ভোট। ৪নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমদ জিলু ৩ হাজার ৫শত ৮০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের লুদু মিয়া পেয়েছেন ২হাজার ৭শত ৯৮ ভোট। ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. এমরান উদ্দিন ধানের শীষ প্রতীকে ২হাজার ৫শত ৫২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান মিঠু পেয়েছেন ১হাজার ৪শত ৭৫ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২১ জন, সংরক্ষিত সদস্য পদে ৫০ এবং সাধারণ সদস্য পদে ২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।