স্টাফ রিপোর্টার :
মধ্যরাতে নগরীর ঘাসিটুলার একটি জুয়ার আস্তানায় পুলিশ হানা দিয়ে ২৫ জন জুয়াড়িকে আটক করেছে। অভিযানে ২টি সিএনজি অটোরিক্সা, ১টি মোটরসাইকেলসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হচ্ছে, লালাদীঘিরপারের আব্দুর রহীম (৩২), হাদদপুরের আনোয়ার হোসেন (৪২), শ্রীমঙ্গলের সামসেরগঞ্জের আব্দুর রহীম (১৯), মেজরটিলার কবির হোসেন (৪৫), খুলিয়াটুলার আজিজুর ইসলাম (৪০), খারাদিপাড়ার জাবেদুর রহমান (৪৫), উত্তর বালুচরের সুমন আহমদ (৩২), সোনারপাড়ার বাচ্চু মিয়া (৪২), বাহুবলের আব্দুল হক (৪৫), চৌকিদেখির নূর উদ্দিন (২৮), বাদামবাগিচার আছদ্দর আলী (৫০), টিলাপাড়ার নাসির (৩৩), কাজীরবাজারের বিল্লাহ (৩২), দিরাই ভাটিপাড়ার রুহুল আমিন কাজী (৫০), টুকেরগাঁওর আলী হোসেন (৩৫), হোসেন আহমদ (৪৭), শেখঘাটের রাজা মিয়া (২৮), তালতলার কাউসার আহমদ লিটন (৩৫), মোকামবাড়ীর মো. খোকন (৫৫), শেখঘাটের রাশেদ আহমদ রুহেল (৩০), বেতের বাজারের সাইদুল হক (৩৫), মেজরটিলার লিটন আহমদ (৩৭), ঘাসিটুলার সামছুল ইসলাম (২৫), শেখঘাটের বাবুল মিয়া (৫০) ও টুকেরবাজারের জয়নাল আবেদীন (৪৫)।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এর নেতৃত্বে নগরীর ঘাসিটুলা মোকাম বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই ২৫ জুয়াড়িকে আটক করে পুলিশ।