আশরাফ আলী চারু
ও পতাকা সবুজ কেন
মাঝখানে লাল সূর্য কেন
তোমরা জানও খুকি ?
সবুজ বরণ এদেশটাতে
রক্ত মেখে ছিল তাতে
হানাদাররা ঝুঁকি।
তাই সবুজের মাঝে সূর্য
রক্তমাখা স্বাধীন সূর্য
আসলো মোদের দেশে,
বীর সেনারা জীবন দিয়ে
মা বোনেদের আব্রু দিয়ে
আনলো বিজয় হেসে।