স্টাফ রিপোর্টার :
ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপা পড়ে ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- এতিম হোসেনের পুত্র মইন (৪০), আনোয়ার হোসেনের পুত্র দানা মিয়া (৪২), শাহজালালের পুত্র দেলোয়ার (২৪) ও ছিদ্দিক আলীর পুত্র এমদাদুল হক সেলিম (৪২)। এরা সবাই উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে বিভিন্ন গর্তে পাথর উত্তোলন করছিলেন মইন, দানা মিয়া, দেলোয়ার ও সেলিম। হঠাৎ একটি গর্তের পাড় ভেঙ্গে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই এ চার শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয় শ্রমিকদের মতে, রাতেই তাদের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কোম্পানিগঞ্জ থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে পাঠায়।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, রাতেই পাথরের গর্তের পাড় ভেঙ্গে মাটি পাচা পড়ে চার শ্রমিক মারা যায়। লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে।