জগন্নাথপুরে চিকিৎসক করোনায় আক্রান্ত

15

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে করোনায় এবার ডাক্তার আক্রান্ত হয়েছেন। ২৭ মে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী ডাক্তারের নমুনা সংগ্রহ করা হয়। ২৯ মে তিনি করোনা রোগী হিসেবে শনাক্ত হন। তাঁকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এ নিয়ে নতুন করে ২ দিনে ২ জন আক্রান্ত হলেন। এর আগে ৬ জন আক্রান্ত হলেও সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ জন হলেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, আমরা নিজেরা আক্রান্ত হয়েও জীবন বাজি রেখে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
তবে গত কয়েক দিন ধরে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিক তদারকি শিথিল হয়ে পড়েছে। হাট-বাজারে লোক সমাগম বেড়েছে। বেশির ভাগ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যে কারণে নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এতে আবারো নতুন করে ফের জনমনে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। এমন অভিমত সচেতন মহলের।