কাতারে সড়ক দুর্ঘটনায় বড়লেখার প্রবাসী ব্যবসায়ী নিহত

40

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লুৎফুর রহমান (৫৫) নামের এক প্রবাসী ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন। ২৯ নভেম্বর বুধবার কাতারের স্থানীয় সময় রাত আটটায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত লুৎফুর রহমান বড়লেখা উপজেলার মুছেরগুল পানিধার গ্রামে মরহুম মাওলানা আশরাফ আলীর ছেলে।
কাতার থেকে কমিউনিটি নেতা এম. শাহজাহান চৌধুরী ও নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে লুৎফুর রহমান নিজের গাড়ি চালিয়ে বাসা থেকে মাইজার যাচ্ছিলেন। পথে কাতারের খলিফা স্টেডিয়াম সিগন্যাল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান লুৎফুর রহমান। লুৎফুরের লাশ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলছে।