সিলেটে সংস্কৃতিকর্মীদের আহূত ৩ দিনের কর্মসূচির ২য় দিন পালিত হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে জেলা শিল্পকলা একাডেমির প্রস্তাবিত অ্যাডহক কমিটি বাতিল এবং দ্রুত নির্বাচনের দাবিতে সিলেটে সংস্কৃতিকর্মীদের পক্ষে তিনদিনের এই গণস্বাক্ষর কর্মসূচি আহবান করা হয়।
২য় দিনের কর্মসূচিতে ও একইভাবে সিলেটের সংস্কৃতি অঙ্গনের অনেকেই স্বাক্ষর দানের মধ্য দিয়ে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
সোমবার কর্মসূচির ২য় দিনে স্বাক্ষরকারীরা হলেন-বিশিষ্ট নাট্যকার বাবুল আহমদ, গীতিকবি হরিপদ চন্দ, নাট্যকর্মী মোস্তাক আহমদ, নাট্যকর্মী আফজাল হোসেন, নাট্যকর্মী আল আমিন, নাট্যকর্মী আফসার উদ্দিন ওয়েছ, বাউলশিল্পী বিরহী কালা মিয়া, বাউলশিল্পী বিরহী লাল মিয়া, বাউলশিল্পী শাহারুল রেজা, সঙ্গীত শিল্পী মিনাক্ষি দেব রিয়া, মেহেরুন ওয়াহিদ, সৈয়দা হেপী বেগম, জামাল উদ্দিন চৌধুরী, গীতিকার ফারুক আহদ, বাউল জুয়েল আহমদ, বাউল সিরাজ উদ্দিন,এমএইচ নিজাম, সুমা রানী নাগ, কবি জয় নারায়ন ভট্টাচার্য্য, দিপালী রায়, প্রশান্ত রায়, আজমল হোসেন, সুবিমল দেব সহ আরো অনেকে।
তাছাড়া, মোবাইল ফোনে অনেকেই কর্মসূচির প্রতি তাদের একাত্মতা প্রকাশ করে দাবির প্রতি সমর্থন জানিয়ে চলমান আন্দোলনে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সন্ধ্যার সাথে সাথে ২য় দিনের কর্মসূচি’র সমাপ্তি ঘোষণা করেন সংস্কৃতি কর্মীদের পক্ষে দেবব্রত রায় দিপন। এদিকে আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকল সংস্কৃতিকর্মীদের একই স্থানে নির্ধারিত সময়ে গণসাক্ষর কর্মসূচিতে যোগ দেয়ার আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি