রোটারী ক্লাবগুলো আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে ————- এম.পি কেয়া চৌধুরী

75

হবিগঞ্জের সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, রোটারী ক্লাবগুলো আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের কল্যাণমূলক কার্যক্রমে সমাজের হতদরিদ্র মানুষ বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সেবামূলক সংগঠন সমাজ কল্যাণে আত্মনিবেদিত হওয়ায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ সাধিত হচ্ছে।
তিনি গত ২৯ নভেম্বর বুধবার রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব সিলেট দি কসমোপলিটন এর ১২তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাবের নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান মনজুর আহমদ খান এর সভাপতিত্বে ও অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ইফতিয়াক হোসাইন মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিষ্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, পার্ষ্ট ডিষ্ট্রিক্ট গভর্ণর ডা. মনঞ্জুরুল হক চৌধুরী, পার্ষ্ট ডিষ্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার এম. এ. লতিফ, আই.পি.ডি.জি সহিদ আহমেদ চৌধুরী, ডেপুর্টি গভর্ণর রোটারিয়ান মোঃ ফারুক আহমেদ, এ্যাসিষ্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান মোঃ সেলিম খান।
জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিষ্ট্রিক সেক্রেটারী রোটারিয়ান পি.পি রেজাউল করিম, জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির আহমদ, সিনিয়র সাংবাদিক আল আজাদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান সি এম মোতালিব।
ইনভোকেশন পাঠ ও সেক্রেটারী রিপোর্ট পেশ করে বিদায়ী সেক্রেটারী রোটারিয়ান মামুনূর রশীদ। ১২তম অভিষেক উপলক্ষে এডভোকেট আব্দুস সাদেক লিপনের সম্পাদনায় স্মরণিকা ‘কসমস এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বোর্ড অব থ্যাংস বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি কফিল উদ্দিন বাবলু। নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান মনজুর আহমদ খান এর নিকট প্রেসিডেন্ট কলার হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান এম সাহেদ হোসেন। নবাগত সেক্রেটারী রোটারিয়ান ডা. কামরুল ইসলামের নিকট ক্লাব চার্ডার্ট হস্তান্তর করেন বিদায়ী সেক্রেটারী রোটারিয়ান মামুনুর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি কেয়া চৌধুরী এমপিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট রোটািিরয়ান মনজুর আহমদ খান। এছাড়াও অনুষ্ঠানের অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। অভিষেক অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন ক্লাবের সভাপতি, সেক্রেটারী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি