স্পোর্টস ডেস্ক :
টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে গতকাল অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী পেসার কাজী অনিকের। বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩.২ ওভার বল করে ১৭ রান দিয়ে চার উইকেট নিয়েছেন রাজশাহী কিংসের হয়ে খেলা এই পেসার। এই ম্যাচে রাজশাহী কিংস জয় পেয়েছে ৩৩ রানে।
দশ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে রাজশাহী কিংস। তাদের এখনও প্লে-অফ খেলার সম্ভাবনা রয়েছে। কিন্তু আজকের হারের মাধ্যমে টুর্নামেন্ট থেকে চিটাগং ভাইকিংসের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। যদিও লিগ পর্বে তাদের এখনও দুইটি ম্যাচ বাকি রয়েছে। দশ ম্যাচ খেলে চিটাগং ভাইকিংসের এখন মোট পয়েন্ট পাঁচ।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রাজশাহী কিংসের দেয়া ১৫৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১২৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় চিটাগং ভাইকিংস।
দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন স্টিয়ান ভ্যান জিল। রাজশাহী কিংসের পক্ষে কাজী অনিক ৪টি, মোস্তাফিজুর রহমান ২টি, মোহাম্মদ সামি ১টি ও উসামা মীর ১টি করে উইকেট নেন।
এর আগে চিটাগং রাজশাহী কিংস টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ড্যারেন স্যামি ৪০, মুশফিকুর রহিম ৩১ ও জেমস ফ্রাঙ্কলিন ৩০ রান করেন। চিটাগং ভাইকিংসের পক্ষে লুইস রিসি ৩টি, সানজামুল ইসলাম ১টি, নাঈম হাসান ১টি ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ৩৩ রানে জয়ী রাজশাহী কিংস।
রাজশাহী কিংস ইনিংস: ১৫৭/৬ (২০ ওভার)
(মুমিনুল হক ৭, লুকে রাইট ২৫, জাকির হাসান ১৭, মুশফিকুর রহিম ৩১, জেমস ফ্রাঙ্কলিন ৩০, ড্যারেন স্যামি ৪০, উসামা মীর ২*, মেহেদী হাসান মিরাজ ০*; সিকান্দার রাজা ০/৩, তাসকিন আহমেদ ১/৩৬, রায়াদ এমরিত ০/২৭, লুইস রিসি ৩/৩৩, সানজামুল ইসলাম ১/২৬, তানভীর হায়দার ০/৯, নাঈম হাসান ১/৯, সৌম্য সরকার ০/১৩)।
চিটাগং ভাইকিংস ইনিংস: ১২৪ (১৯.২ ওভার)
(লুকে রঞ্চি ৮, সৌম্য সরকার ১৩, এনামুল হক বিজয় ২৩, স্টিয়ান ভ্যান জিল ২৭, সিকান্দার রাজা ১৭, লুইস রিসি ৩, তানভীর হায়দার ১৩, রায়াদ এমরিত ১, সানজামুল ইসলাম ১, নাঈম হাসান ২*, তাসকিন আহমেদ ১; মোহাম্মদ সামি ১/২৯, মোস্তাফিজুর রহমান ২/১৮, মেহেদী হাসান মিরাজ ০/৩৩, উসামা মীর ১/১৫, কাজী অনিক ৪/১৭, জেমস ফ্রাঙ্কলিন ০/১০)।
প্লেয়ার অব দ্য ম্যাচ: ড্যারেন স্যামি (রাজশাহী কিংস)।