ইমাম-মুয়াজ্জিন পরিষদের আলোচনা সভায় বক্তারা ॥ শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইমাম-মুয়াজ্জিনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন

85

সিলেট সদর উপজেলার অন্তর্ভুক্ত ৪নং খাদিমপাড়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে ২৯ নভেম্বর সিলেট সদর উপজেলা কমপ্লেক্সের হলরুমে আর্থ-সামাজিক উন্নয়নে ইমাম-মুয়াজ্জিনগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন সহ সমাজে শান্তি-স্থিতিশীলতা রক্ষায় মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং খতীবগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওঃ আখতারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম, দরগা হযরত শাহজালাল মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহপরান থান নির্বাহী অফিসার মোহাম্মদ আখতার হুসেন, দরগা মাদরাসার মুতামীম মাওঃ আবুল কালাম জাকারিয়া, শাহপরান (রহ.) মাজার মসজিদের খতীব মাওঃ খলীলুর রহমান, মাওঃ মুশতাক আহমদ খাঁন, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওঃ হাবীব আহমদ শিহাব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইমাম-মুয়াজ্জিন পরিষদের সহ সভাপতি মাওঃ সাইফুল ইসলাম জালালাবাদি, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মাওঃ লুকমান আহমদ, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল আহাদ নুমানী, মাওঃ জাহেদুর রহমান, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ এহতেশামুল হক কাসেমী, মাওঃ মাহফুজুর রহমান, শাহপরান উপশহর মসজিদের সেক্রেটারী মাহতাব উদ্দিন, চকগ্রাম মসজিদের হাজী আব্দুল মালিক, খিদিরপুর মসজিদের মোতাওয়াল্লী মখলিসুর রহমান, ফুলকলির সিলেট বিভাগীয় ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার, মাওলানা নাজমুল ইসলাম খাঁন, মাওলানা বদরুদ্দিন, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা আব্দুল আহাদ, মাওঃ হারিস উদ্দিন, মাওলানা খলিল আহমদ, মাওঃ আজিজুর রহমান, মাওঃ হেলাল আহমদ, মাওঃ আব্দুর রহমান। বিজ্ঞপ্তি