খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক সিলেট। সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহার করে পূর্বের দাম পুনর্বহালের দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেছেন, সরকার বার বার বিদ্যুতের দাম বৃদ্ধি করছে। ইউনিট প্রতি ৩৫ পয়সা বৃদ্ধির ঘোষণার মাধ্যমে সরকার অষ্টম বারের মতো দাম বৃদ্ধি করল। অথচ এনার্জি রেগুলেটরি কমিশনে সর্বশেষ গণশুনানিতে জ্বালানি বিশেষজ্ঞ, ভোক্তা প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের যুক্তি-তর্ক ও তথ্য-উপাত্ত বিশ্লেষণে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বর্তমান সময়ে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতাই নাই। মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর চাপ পড়ছে। নেতৃবৃন্দ এ ব্যপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও সম্পাদক এডভোকেট শাহ সাহেদা আক্তার। বিজ্ঞপ্তি