সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম বলেছেন, সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে বিপর্যস্ত ও দুর্বিষহ করে তুলেছে। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত দেশের মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম বেশ কমলেও সরকার জনগণের রক্ত চোষার জন্যই সম্পূর্ণ অযৌক্তিকভাবে আগামী ১ ডিসেম্বর থেকে বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্য কমে যাওয়ায় বিদ্যুতের দাম আনুপাতিক হারে কমে যাওয়ার যৌক্তিকতা তাকলেও সরকারি ঘোষণায় এখন বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বাড়বে ৩৫ পয়সা। যা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মরার উপর খাড়ার ঘা’র মতো। অবিলম্বে বিদ্যুতের মূল্য বিরোধীর মতো গণবিরোধী সিদ্ধান্ত সরকারকে বাতিল করতে হবে।
তিনি রবিবার জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সরকার কর্তৃক সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, এডভোকেট জামিল আহমদ রাজু, মু. আজিজুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির ও ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি